রাঁচি: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হর্ষল পটেলের। আর প্রথম ম্যাচেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হর্ষল পটেল। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা মিডিয়াম পেসার। নিজের সাফল্যের পেছনে এবি ডিভিলিয়ার্সকে কৃতিত্ব দিচ্ছেন হর্ষল।
রাঁচিতে ম্যাচের পর ৩০ বছরের ভারতীয় পেসার বলেন, 'আমার মনে হয় আরসিবিতে খেলার সময় এবিডির সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওঁর আমার কেরিয়ারে অনেক প্রভাব রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে খেলার আগে আমার এবিডির সঙ্গে কথা হয়েছিল। ওঁ আমাকে বলেছিল যে যখন ভাল বলে ব্যাটাররা আক্রমণ করে, তখন যাতে আমি নিজের গেমপ্ল্যান না বদলাই। আর সেই মতোই উইকেটও যাওয়ার সম্ভাবনা থাকে।''
হর্ষল বলেন, “এর থেকে ভাল অভিষেক হতে পারত না। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। আমি কোনও বিস্ময় প্রতিভা নই। ভুল করেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি। দারুণ একটা যাত্রা আমার জন্য এটা। বিভিন্ন ধরনের বল করার প্রয়োজন হয়নি। যেটা ভাল পারি সেটাই করেছি। এরকম পরিস্থিতি ইয়র্কার করার চেষ্টা করিনি, কারণ আমি সেটা খুব ভাল করতে পারি না। আত্মবিশ্বাসী ছিলাম না ইয়র্কার করার বিষয়ে। ভাল বল করেছি, আরও ভাল করতে চাই। একটা মঞ্চ পেয়েছি নিজেকে প্রমাণ করার, খেলাটা উপভোগ করতে চাই।”
এদিকে, ভারতীয় ক্রিকেটে ট্রফি দিয়ে শুরু হল দ্রাবিড় যুগ। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই ট্রফি জিতলেন রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজে ট্রফি জিতলেন রোহিত শর্মাও।
রাঁচিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হেলায় হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই। ইডেন গার্ডেন্সে সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। যে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ট্রফি হাতে তুলবেন রোহিতই।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে প্যাট কামিন্স