সিডনি: যৌন বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেন। এবার সেই জুতোয় পা গলাতে পারেন প্যাট কামিন্স। অন্তত সম্ভাবনা তেমনই। অস্ট্রেলিয়ার জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কামিন্সই। মার্ক টেলর থেকে ডেনিস লিলি, স্টিভ ওয়ার মতো ব্যক্তিত্বরাও কামিন্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অধিনায়ক হিসাবে এই বছরই নিউ সাউথ ওয়েলসকে মাত্র চারটি শেফিল্ড শিল্ড ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
ডেনিল লিলির মতো ব্যক্তিত্ব এক সাক্ষাৎকারে বলেছেন, ''সবাই বলে থাকে বোলারদের পক্ষে (অধিনায়কত্ব করা) সম্ভব নয়, তবে এই একই কথা তো ওরা কিপারদের ক্ষেত্রেও বলত। তবে ও বোলিং করলে ওকে মানসিক বিরতি দিতে ওর হয়ে সহ-অধিনায়ক ফিল্ডিং সেট করতে পারে। আমার মতে যখন টিম পেইন সরে দাঁড়াবে, প্যাট কামিন্সেরই সেই জায়গা নেওয়া উচিত।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সহকর্মী পেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। যার জেরে অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বপদ ছাড়লেন অজি উইকেটকিপার ব্যাটার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নিজেই পদত্যাগের কথা জানান পেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে এই গোটা ঘটনাটি সে দেশের মানবাধিকার কমিশনেও গিয়েছে। শুক্রবার নিজের অপরাধ স্বীকার করে পেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি।
ঘটনাটি যদিও ৪ বছর আগের। ২০১৭ সালে গাব্বায় অ্যাশেজের প্রথম দিনের আগে পেন এক মহিলা কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় মেসেজ পাঠান। এদিন নিজে এক লিখিত বিবৃতি দেন পেন। সেখানেই তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে আমি সরে যাচ্ছি। খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু নিজের, পরিবার ও ক্রিকেটের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’
আরও পড়ুন: নেতৃত্বের ব্যাটন পেয়েই কোহলির বিশ্বরেকর্ড ছুয়ে ফেললেন রোহিত