করাচি: প্রাক্তন অধিনায়ক মিসবা উল হককে এবার প্রধান কোচ ও দল নির্বাচন কমিটির প্রধান নিয়োগ করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মিসবা এই দায়িত্ব নিতে এখনও রাজি হননি। ২৩ অগাস্ট পাকিস্তানের প্রধান কোচ হওয়ার আবেদন জানানোর শেষ দিন। মিসবা এখনও আবেদন জানাননি।
পিসিবি সূত্রে খবর, মিসবা এখন লাহৌরে প্রাক মরসুম প্রস্তুতি শিবির পর্যবেক্ষণ করছেন। তিনি প্রথমে এই দায়িত্ব নিতেও রাজি হননি। কিন্তু পিসিবি-র ডিরেক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেট জাকির খান এ বিষয়ে মিসবাকে রাজি করান। ফলে কোচ ও নির্বাচক হতেও তিনি রাজি হবেন বলে আশাবাদী পিসিবি কর্তারা।
এক পিসিবি কর্তা বলেছেন, ‘মিসবা জানে ফকর জামান, বাবর আজমের মতো কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা আছে। ওর মতে, বিশ্বকাপের পরেই এই ক্রিকেটারদের দেশে ডেকে পাঠানো উচিত ছিল পিসিবি-র। ওদের রিহ্যাব করা উচিত ছিল। কিন্তু তার বদলে ওদের ইংল্যান্ডে বা অন্য কোথাও টি-২০ লিগ খেলার অনুমতি দেওয়া উচিত হয়নি। এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট মিসবা।’
মিসবাকে কোচ ও প্রধান নির্বাচক নিয়োগ করতে চায় পিসিবি
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2019 11:48 PM (IST)
পিসিবি সূত্রে খবর, মিসবা এখন লাহৌরে প্রাক মরসুম প্রস্তুতি শিবির পর্যবেক্ষণ করছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -