কলকাতা: টানা অষ্টমবার কলকাতা লিগ জয়ের অভিযানের শুরুটা দুর্দান্তভাবে করল গত সাতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আজ এবারের কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নিজেদের মাঠে রেনবোকে ৪-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সমর্থকদের মাতিয়ে দিলেন ভি পি সুহের। অপর গোলটি করেন ব্র্যান্ডন। রেনবোর হয়ে ব্যবধান কমান ছোট্টু মন্ডল। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেলেন খালিদ জামিল। এবারের ইস্টবেঙ্গল দলে বেশিরভাগ ফুটবলারই প্রথমবার কলকাতায় খেলছেন। আজ ইস্টবেঙ্গলের প্রথম একাদশে গোলকিপার লুই ব্যারেটো, দুই ডিফেন্ডার অর্ণব মন্ডল ও সামাদ আলি, মিডফিল্ডার মহম্মদ রফিক ও উইলিস প্লাজা ছাড়া সবাই প্রথমবার লাল-হলুদ জার্সি পরে খেললেন। তবে তাতেও বড় ব্যবধানে জয় পেল খালিদের দল। এদিন ১৬ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুহের। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধে ২-০ গোলে এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৪৬ মিনিটে হ্যাটট্রিক করেন সুহের। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান ব্র্যান্ডন। ৭৭ মিনিটে রেনবোর হয়ে ব্যবধান কমান ছোট্টু। আটে আট হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে ইস্টবেঙ্গল যেভাবে নয়া মরসুমের শুরুটা করল, তাতে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন সমর্থকরা।