বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, রাজ্য হোক বা জাতীয় ক্রিকেট সংস্থা, একজন প্রশাসক একটানা সর্বোচ্চ ৬ বছর তাঁর পদে থাকতে পারবেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে তিন বছরের জন্য সরে যেতে হবে। সেই নিয়মের ফলে সৌরভকে ২০২০ সালের সেপ্টেম্বরে বিসিসিআই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হবে। তবে মেয়াদ স্বল্প হলেও, সৌরভের লক্ষ্য স্পষ্ট। তিনি জানিয়ে দিয়েছেন, বিসিসিআই-এর প্রশাসনিক ব্যবস্থার উন্নতি এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়ার দিকে নজর দেবেন।