বেঙ্গালুরু: চলতি সিরিজে তিন বার রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তা সত্ত্বেও তিনি পরবর্তী দুটি টেস্টে অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট করতে চাইছেন। ব্যাট করার সময় সতর্ক থাকলেও, শট খেলা থেকে বিরত হবেন না বলেই জানিয়ে দিয়েছেন ওয়ার্নার।

অশ্বিন প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘ও আমাকে ৯ বার আউট করেছে। তাই ওকে কৃতিত্ব দিতেই হবে। গত টেস্টে আমি সুইচ হিট করার কথা ভাবছিলাম। একবার রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলাম। আমার একমাত্র উদ্বেগের বিষয় হল বাউন্সের তারতম্য। এটা সবসময়ই চ্যালেঞ্জের। অশ্বিনের বলে সুইচ হিট করতে গিয়ে ফস্কালে এলবিডব্লু হওয়ার আশঙ্কা থাকছে। কিন্তু রিভার্স সুইপ করতে গেলে সেই আশঙ্কা নেই। তাই সতর্ক থাকতে হবে।’

ওয়ার্নার আরও বলেছেন, অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করার সময় তাঁকে চিন্তা করতে হয়, কীভাবে রান করবেন। অশ্বিন অসাধারণ বোলার। তিনি অনেক উইকেট পেয়েছেন। তাঁর বোলিংয়ের জবাব দিতে হবে। স্লেজিং প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, তিনি বিপক্ষ ক্রিকেটারদের কথার জবাব দেওয়া ছেড়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা যা-ই বলুন না কেন, তিনি জবাব দেবেন না।