লন্ডন: তাঁকে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হয়। যিনি সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সঙ্গকারা, জাক কালিসদের সঙ্গে খেলেছেন।
সেই অ্যালেস্টেয়ার কুক নিজের দেখা সেরা ব্যাটসম্যান হিসাবে বেছে নিলেন কিংবদন্তি লারাকে। কুক বলেছেন, ‘২০০৪ সালে এমসিসি একাদশের হয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যারানডেলে ম্যাচ খেলেছিলাম। সাইমন জোন্স, ম্যাথু হোগার্ড, মিন পটেল-সহ ইংল্যান্ডের জাতীয় দলের বোলাররা ছিল আমাদের দলে। লাঞ্চ ও চা পানের বিরতির মধ্যে ব্যাট করে সেঞ্চুরি করেছিল লারা। সেদিন বুঝেছিলাম, এটা অন্য ঘরানার ব্যাটিং। ও জিনিয়াস ছিল।’
চারজন ব্যাটসম্যানকে লারার সমকক্ষ বলে মনে করেন কুক। বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলার সময় যাদের লারার কাছাকাছি বলে মনে হয়েছিল তারা হল রিকি পন্টিং, কুমার সঙ্গকারা ও জাক কালিস।’
চতুর্থ কে? কুক বলেছেন বিরাট কোহলির নাম। ‘বিরাটকেও ওই বন্ধনীতেও রাখতে হবে। বিশেষ করে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই যেরকম সাবলীলভাবে ও রান করে তার জন্য,’ বলেছেন কুক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে, লারার সমকক্ষ হতে পারেন বিরাট।
কিংবদন্তি লারার সমকক্ষ বিরাট, সার্টিফিকেট দিলেন কুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 06:49 PM (IST)
চারজন ব্যাটসম্যানকে লারার সমকক্ষ বলে মনে করেন কুক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -