হারারে: বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথের দাপটে দ্বিতীয় টেস্টেও সহজেই জিম্বাবোয়েকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে দলকে ২৫৭ রানে জিতিয়েছেন হেরাথ। এটাই তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। মূলত হেরাথের দাপটেই এই সিরিজের দুটি টেস্টেই জয় পেল শ্রীলঙ্কা।


আজ ম্যাচের শেষ দিনে জয়ের জন্য মাত্র তিনটি উইকেট দরকার ছিল শ্রীলঙ্কার। এক ঘণ্টারও কম সময়ে সেই কাজটা সেরে ফেলেন হেরাথ। দলকে জেতানোর পর ৩৮ বছর বয়সি এই বোলার বলেছেন, ‘আমি সবসময় উন্নতির চেষ্টা করছি। আমি কোনওদিন রেকর্ডের কথা ভেবে খেলি না। প্রতিটি সিরিজকে সমান গুরুত্ব দিই।’

দুটি টেস্টেই বড় ব্যবধানে হারলেও, দ্বিতীয় টেস্ট পাঁচ দিনে গড়ানোয় খুশি জিম্বাবোয়ের অধিনায়ক গ্রেম ক্রেমার। তাঁর মতে, এই সিরিজে জিম্বাবোয়ে অনেক ভুল করেছে। তাঁদের খেলায় উন্নতি করা দরকার।

সোমবার শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে একটি একদিনের ম্যাচ খেলবে। তারপর শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ হবে।