নয়াদিল্লি: ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এঁকে দিয়েছিল খুশির রামধনু। দলের অগনিত সমর্থকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের রংমশাল জ্বালিয়ে শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরের বল ধোনি আছড়ে ফেলেছিলেন বাউন্ডারির বাইরে। ২৮ বছর পর একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। সেদিনের সেই রূপকথা এখনও অমলিন ভারতীয় সমর্থকদের মনে। ধোনির সেই ব্যাটই এখনও বিশ্বের সবচেয়ে দামি ব্যাট।
ওই বিশ্বকাপের পর ধোনির সেই বিশ্বকাপ ফাইনাল জেতানো ব্যাট লন্ডনে সমাজসেবামূলক অনুষ্ঠানে বিক্রি হয়েছিল ১,০০,০০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় বর্তমানে ৯১.৫০ লক্ষ টাকা। ২০১১-তে ওই ব্যাট কিনেছিল আরকে গ্লোবাল শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ইন্ডিয়া)।
উল্লেখ্য, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র তিনটি ট্রফি- বিশ্বকাপ, টি ২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে ধোনির দখলে। ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন সম্মান পেয়েছেন তিনি। ২০০৮ এবং ২০০৯-এ আইসিসি-র বর্ষসেরা পুরস্কার, ২০০৭-এ রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার, ২০০৯-এ পদ্মশ্রী-র মতো সম্মান পেয়েছেন তিনি।
গতকাল ধোনির মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। টেরিটোরিয়াল আর্মির উর্দিতে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ গ্রহণ করলেন তিনি।