নয়াদিল্লি: চলতি বছরের গোড়ায় অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ের পর প্রচারের আলোয় এসেছিলেন ভারতীয় দলের অধিনায়ক মুম্বইয়ের ওপেনার পৃথ্বী শ। আসলে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয় ছিল তাঁর উত্থানের সূচনামাত্র। এরপর আইপিএল এবং ভারত এ দলের হয়ে পারফরম্যান্সের দৌলতে ভারতের সিনিয়র দলের দরজা খুলে গিয়েছে তাঁর সামনে। ভারতের টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দুটি টেস্টের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন ১৮ বছরের ওই ব্যাটসম্যান।
গতকাল বিসিসিআই স্কোয়াড ঘোষণার পর পৃথ্বী ও হনুমা বিহারির অন্তর্ভূক্তি দেশের ক্রিকেট মহলে বেশ সাড়া ফেলেছে। টেস্ট দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পৃথ্বী।




ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ওই পোস্টে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির পর ব্যাট তুলে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের যে স্কোয়াড বিসিসিআই পোস্ট করেছে, তার ছবিও পৃথ্বী পোস্ট করেছেন। তাঁকে সমর্থন ও ভালোবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন পৃথ্বী।

(ইনস্টাগ্রাম/ পৃথ্বী শ)

সেইসঙ্গে ক্রিকেট ওয়ার্ল্ডের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভারতের অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে অভিনন্দন জানানো হয়েছে।



১৪ টি প্রথম শ্রেণীর ম্যাচে পৃথ্বী ১৪১৮ রান করেছেন। গড় ৫৬.৭২। সেঞ্চুরি সাতটি। ভারত এ দলের সাম্প্রতির ইংল্যান্ড সফরে হনুমা বিহারি ও ময়াঙ্ক অগ্রবালের মতো তিনিও ছিলেন অন্যতম স্টার পারফর্মার। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ১৮৮ রান করেন তিনি।
বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ১৩৬ রানের ইনিংস।
পৃথ্বী বলেছেন, আমার খুব ভালো লাগছে। এর বেশি আর কী বলতে পারে। সবকিছু ভাষায় প্রকাশ করতে পারছি না। ভারত এ দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফর সহায়ক হবে বলে আমি আত্মবিশ্বাসী।