কোহলি ও ধোনির সমীকরণ নিয়ে কী বললেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2017 04:53 PM (IST)
কলকাতা: আগামী বৃহস্পতিবার ইডেনে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত। তার আগে কোহলির প্রশংসার পঞ্চমুখ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে ফিনিসার মহেন্দ্র সিংহ ধোনির পারফরম্যান্সের কৃতিত্ব কোহলিকেই দেওয়া উচিত বলে মন্তব্য করলেন সৌরভ। সৌরভ বলেছেন, ধোনির পারফরম্যান্সে আস্থা রেখেছেন অধিনায়ক কোহলি। এ জন্যই তিনি যেমন চাইছেন, তেমন খেলতে পারছেন। তিনি আরও বলেছেন, এমএসের মতো খেলোয়াড় যাঁরা দীর্ঘদিন ধরে খেলছেন, ৩০০-র বেশি ম্যাচ খেলেছেন তাঁরা ভালোমতোই জানেন যে, কীভাবে রান করতে হয়। ৯০০০ হাজারের বেশি রান করেছেন ধোনি। কেরিয়ার শেষ করার আগে আরও কিছু রান করবেন। এখন কোহলি যেভাবে ধোনির ওপর আস্থা রেখেছেন, তাতে ধোনির কাজটা সহজ হয়েছে। অধিনায়কের আস্থার কারণে যেমনটা চাইছেন, তেমনটা খেলতে পারছেন ধোনি। এজন্য কোহলিকে কৃতিত্ব দিতে হবে। প্রাক্তন অধিনায়ক বলেছেন, প্লেয়ারদের পারফরম্যান্সের ক্ষেত্রে অধিনায়কের এই আস্থা খুবই গুরুত্বপূর্ণ। ধোনিকে যেভাবে এখন খেলতে দেখা যাচ্ছে, সেজন্য কোহলির ভূমিকা রয়েছে। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে চেন্নাইয়ে একটি অসাধারণ ইনিংস খেলেছেন। ওই ম্যাচ ভারত জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে।