লন্ডন: এবারের ইংল্যান্ড সফরে তৃতীয় টেস্টের আগে কোনও ক্রিকেটারই স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছিল বিসিসিআই। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি ব্যতিক্রম। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এজবাস্টনে প্রথম টেস্টেই হাজির ছিলেন। আজ লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানেও ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে গিয়েছিলেন অনুষ্কা। ছবি তোলার সময় তিনি ছিলেন সামনের সারিতে বিরাটের পাশেই। এই বিষয়টি নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই বিরক্ত। তাঁরা ট্যুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন।



অনুষ্কা সরকারিভাবে ইংল্যান্ড সফররত ভারতীয় দলের ১৯-তম সদস্য। বিরাট একাধিকবার তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কৃতিত্ব দিয়েছেন স্ত্রীকে। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে হাই কমিশনে যাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ছবি দেওয়া হয়েছে। ঋষভ পন্থ বাদে ১৭ জন ক্রিকেটার সেখানে ছিলেন। বিতর্ক অনুষ্কার উপস্থিতি নিয়েই।