কলকাতা: ইডেনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শুভমান গিলের অপরাজিত ৫৭ ও অধিনায়ক দীনেশ কার্তিকের অপরাজিত ৪৫ রানের সুবাদেই জয় পেল কেকেআর। এই জয়ের ফলে প্লে-অফে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল কার্তিকের দল।


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কার্তিক। কেকেআর দলে একটা বদল হয়। নীতীশ রানার বদলে খেলার সুযোগ পান রিঙ্কু সিংহ। চেন্নাইয়ের দল অপরিবর্তিত ছিল। প্রথমে ব্যাট করে চেন্নাই ৫ উইকেটে ১৭৭ রান করে। ধোনি ৪৩ রানে অপরাজিত থাকেন। শেন ওয়াটসন ৩৬, ফাফ দু প্লেসি ২৭, সুরেশ রায়না ৩১ ও অম্বাতি রায়াডু ২১ রান করেন। পীযূষ চাওলা ও সুনীল নারিন দু’টি করে উইকেট নেন।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ক্রিস লিনের (১২) উইকেট হারায় কেকেআর। রবিন উথাপ্পাও (৬) রান পাননি। কিন্তু তাতেও কার্তিকদের জয় পেতে সমস্যা হয়নি। নারিন ২০ বলে ৩২ রান করেন। ১৭.৪ ওভারেই চেন্নাইয়ের রান টপকে যায় কেকেআর।