নয়াদিল্লি: ট্যুইটারে আলিয়া ভট্টকে নিয়ে তৈরি একটি জিআইএফ শেয়ার করলেও, তাঁকে চেনেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস! তিনি নিজেই সে কথা জানিয়েছেন। আলিয়া জিআইএফ-এর মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁকে আবার জবাব দিয়েছেন গিবস। রবিবার সকালে একটি ট্যুইট করেন গিবস। সেটি লাইক করা হয় ট্যুইটারের অফিসিয়াল অ্যাকাউন্টের পক্ষ থেকে। এরপর আনন্দে আলিয়াকে নিয়ে তৈরি জিআইএফ শেয়ার করেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁকে একজন প্রশ্ন করেন, ‘আপনি আলিয়াকে চেনেন?’ তাঁকে গিবস বলেন, ‘আমি জানি না এই মহিলা কে।’ এরপর তিনি আলিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমি জানতাম না আপনি একজন অভিনেত্রী। তবে জিআইএফ-টি ভাল।’ জবাবে আম্পায়ারের বাউন্ডারির ইঙ্গিত দেওয়ার জিআইএফ শেয়ার করেন আলিয়া। গিবস তাঁকে পাল্টা বলেন, ‘আমি ছয় মারি ম্যাডাম, চার না।’