নয়াদিল্লি: জাতীয় হকি দলের কোচের পদ থেকে রোল্যান্ট ওল্টম্যান্সকে বরখাস্ত করল হকি ইন্ডিয়া। তাঁর বদলে আপাতত হাই পারফরম্যান্স ডিরেক্টর ডেভিড জনকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। ওল্টম্যান্সকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই ডাচ কোচের আমলে খেলোয়াড়দের ফিটনেসের উন্নতি হয়েছে। কিন্তু প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যাচ্ছে না। সেই কারণেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্তে হতাশ হলেও, ভবিষ্যতে ভারতীয় হকি দলের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ওল্টম্যান্স।
ডেভিড বলেছেন, ‘ওল্টম্যান্স দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নানা পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু আমরা স্বল্পমেয়াদী ফল চাই। ২০১২ থেকেই আমরা সাফল্যের সম্ভাবনা দেখছিষ কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রত্যাশিত সাফল্য পাওয়া যাচ্ছে না। আমরা ধারাবাহিকতা চাই। আন্তর্জাতিক স্তরে প্রথম তিনটি দলের মধ্যে থাকাই আমাদের লক্ষ্য। আমরা এশিয়া কাপ, বিশ্ব হকি লিগ ফাইনাল, এশিয়ান গেমস জিততে চাই। কমনওয়েলথ গেমস, আগামী বছরের বিশ্বকাপ এবং ২০২০ বিশ্বকাপে আমরা পদক চাই।’
ডেভিড আরও বলেছেন, বিশ্ব ক্রমতালিকায় পিছিয়ে থাকা দলগুলির বিরুদ্ধে হারের জন্যই সরে যেতে হল ওল্টম্যান্সকে। আজলান শাহ কাপ এবং বিশ্ব হকি লিগ সেমি-ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে হার এবং কানাডার বিরুদ্ধে হারের পর ওল্টম্যান্সের বিদায় নিশ্চিত হয়ে যায়।
বরখাস্ত জাতীয় হকি দলের কোচ রোল্যান্ট ওল্টম্যান্স
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2017 07:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -