ওয়েলিংটন : বলের পথে বাতাস-বিভ্রাট। হাওয়ার তোড়ে কার্যত ভেসে বেড়াল বল ! ওয়েলিংটনে বেসিন রিজার্ভে (Basin Reserve, Wellington) শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের মাঝে ঘটেছে এমনই ঘটনা। যা নিয়ে কার্যত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। খেলার শুরুর দিন থেকেই হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে লাইন-লেংথ ঠিক রাখতে সমস্যায় পড়ছিলেন বোলাররা। আর খেলার চতুর্থ দিনেও যার কোনও অন্যথা হয়নি।
ফলো-অন করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের মাঝের ঘটনা। শ্রীলঙ্কার ইনিংসের ১২১ তম ওভারের ঘটনা। শ্রীলঙ্কা তখন ব্যাট করছে ২ উইকেটে ১১৩ রানে। বোলিং করছিলেন কিউয়ি স্পিনার মিচেল ব্রেসওয়েল। তাঁর ফ্লাইট করা বল হাওয়ার তোড়ে উড়ে গিয়ে কার্যত আর একটু হলে পড়ছিল পিচেরই বাইরে। যা পিচের একেবারের বাইরের দিকে পড়ে অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যায়। ব্যাট হাতে প্রভাত জয়সূর্য তখন ঠিক বুঝে উঠতে পারছিলেন না বলটাকে মারতে যাবেন, না ছাড়বেন। যদিও সেই চেষ্টা করলেও তাতে লাভ আদৌ হত কি না, সেটা বলা মুশকিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাল্টা মরিয়া লড়াই মেলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থও হতে হয়েছে শ্রীলঙ্কাকে। সফররত দল দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে সিরিজে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৮ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৪ রান তুলেছিল। যার জেরে তারা ফলো-অন করতে বাধ্য হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। যারপর ফলো ইন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি ফসকালেও ৯৮ রানের ইনিংসের পথে ধনঞ্জয় ডি সিলভা টেস্ট ক্রিকেটে তাঁর ৩ হাজার রান পূর্ণ করেন। অভিষেককারী উইকেটকিপার ব্যাটার নিশান মাদুসকার সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ ভেঙে জয়ের সন্ধান পেতে শুরু করে কিউয়িরা। ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেওয়ার পর আর মাত্র ৪০ রানের মধ্যে লঙ্কানদের ইনিংস শেষ করে দেন কিউয়ি বোলাররা। টিম সাউদি ও ব্লেয়ার টিকনার তিনটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- ক্রমাগত ব্যর্থ, সূর্যকে সমর্থন ও পরামর্শ প্রাক্তনীদের