টাম্পেরে (ফিনল্যান্ড): প্রথম ভারতীয় হিসেবে আইএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন অসমের নগাঁওয়ের ১৮ বছরের হিমা দাস। তিনি ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ৫১.৪৬ সেকেন্ড সময় করেন। এই তরুণী অবশ্য ব্যক্তিগত সেরা সময় করতে পারেননি। গত মাসে গুয়াহাটিতে জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে তিনি ৫১.১৩ সেকেন্ড সময় করেছিলেন। তার চেয়ে বেশি সময় নিলেও অবশ্য দেশকে সোনা এনে দিলেন হিমা।

এর আগে ২০১৬ সালে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন নীরজ চোপড়া। ২০০২ সালে সীমা পুনিয়া ও ২০১৪ সালে নভজিৎ কউর ধিঁলো ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জেতেন। তবে তাঁরা কেউই ট্র্যাক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে ভারতের পুরুষ ও মহিলা প্রতিযোগীদের মধ্যে হিমাই প্রথম জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন।

ইতিহাস গড়ার পর অসমের এই তরুণী বলেছেন, ‘সোনা জিতে আমি খুব খুশি। যাঁরা এখানে আমাকে উৎসাহিত করেছেন এবং যাঁরা দেশে আছেন সেই সব ভারতীয়কে ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের সমর্থন পেয়ে খুব উৎসাহিত হয়েছি।’