নয়াদিল্লি: ফের সোনার মেয়ে হলেন হিমা দাস। পোল্যান্ডে পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি-তে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন হিমা। অন্যদিকে, শটপাটে ব্রোঞ্জ জিতলেন জাতীয় রেকর্ড অধিকারী তাজিন্দর পাল সিংহ।
বিগত বেশ কয়েকমাস ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ও ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী হিমা। চলতি প্রতিযোগিতায় তিনি ২৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার দৌড় সম্পন্ন করেন স্বর্ণপদক নিশ্চিত করেন। এই দৌড়েই ২৩.৭৫ সেকেন্ডে সময় নিয়ে তৃতীয় স্থান দখল করেন আরেক ভারতীয় ভি কে বিস্ময়া। এটিই ছিল চলতি বছরে হিমার প্রথম ২০০ মিটারের প্রতিযোগিতা। এই দূরত্ব তিনি গত বছর ২৩.১০ সেকেন্ডে গতবছর অতিক্রম করেছিলেন।
অন্যদিকে, এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর ১৯.৬২ মিটার ছুঁড়ে শটপাটে ব্রোঞ্জ জিতে নেন। এটিই তাঁর ব্যক্তিগত সেরা। গত বছর ২০.৭৫ মিটার ছুঁড়ে এশিয়ান গেমসে তিনি সোনা জিতেছিলেন।
পুরুষদের ২০০ মিটারে ২০.৭৫ সময় নিয়ে তৃতীয় স্থান দখল করেছেন ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী মহম্মদ অনস। এছাড়া, ৪০০ মিটারে ব্রোঞ্জ দখল করেন কে এস জীবন। তিনি সময় নেন ৪৭.২৫ সেকেন্ড।
পোলান্ডে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন হিমা, শটপাটে ব্রোঞ্জ তাজিন্দরের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 06:34 PM (IST)
বিগত বেশ কয়েকমাস ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ও ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী হিমা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -