মেলবোর্ন: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াকে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলে উল্লেখ করেছিলেন কিংবদন্তী লেগ-স্পিনার শেন ওয়ার্ন। এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন স্টিভ। তিনি বলেছেন, ‘ও এই মন্তব্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এছাড়া আমার আর কিছুই বলার নেই।’
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ১০৪ বার রান আউটের সঙ্গে যুক্ত ছিলেন স্টিভ। এর মধ্যে ৭৩ বার তাঁর উল্টোদিকে থাকা ব্যাটসম্যান আউট হয়েছেন। এই তথ্য পেয়ে ক্রিকেট পরিসংখ্যানবিদ রব মুডি সেই রান আউটের ভিডিও ট্যুইট করেন। ওয়ার্ন সেটি রিট্যুইট করেন। এরপর তিনি বলেন, ‘আমি হাজারবার বলেছি, আবার বলছি, স্টিভ ওয়াকে একেবারেই ঘৃণা করি না। সম্প্রতি আমি ওকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দলে রেখেছি। তবে আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে স্টিভই সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার ছিল। পরিসংখ্যানই এ কথা বলছে।’
স্বাভাবিকভাবেই প্রাক্তন সতীর্থের এই মন্তব্যে ক্ষুব্ধ স্টিভ। তিনি বলেছেন, ‘অনেকেই বলে, ওর সঙ্গে আমার ঝগড়া। কিন্তু ঝগড়া দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে হয়। আমি কোনওদিন এসবের মধ্যে নেই। একজনই নানা মন্তব্য করে যাচ্ছে।’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন ওয়ার্ন। সেই সময় অধিনায়ক ছিলেন স্টিভ। এরপর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। আত্মজীবনীতে সে কথা উল্লেখও করেছেন ওয়ার্ন। তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রাক্তন অধিনায়কের প্রতি বিরূপ মনোভাব বদলায়নি।
‘সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার’ বলে তোপ শেন ওয়ার্নের, ‘ওর এই মন্তব্য নিজের পরিচয়’, পাল্টা স্টিভ ওয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2020 12:29 AM (IST)
প্রাক্তন সতীর্থের এই মন্তব্যে ক্ষুব্ধ স্টিভ। তিনি বলেছেন, ‘অনেকেই বলে, ওর সঙ্গে আমার ঝগড়া। কিন্তু ঝগড়া দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে হয়। আমি কোনওদিন এসবের মধ্যে নেই। একজনই নানা মন্তব্য করে যাচ্ছে।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -