১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেবে অসমের ১৭ বছরের কিশোর সাহসিকতার সঙ্গে ইনিংসের হাল ধরেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছয়। একটা সময় ১৩ ওভারে রাজস্থানের রান ছিল ৫ উইকেটে ৯৮। সেই অবস্থা থেকে দলকে জয়ের পথে নিয়ে আসেন প্রয়াগ ও আর্চার।
তবে অল্পের জন্য আইপিএলে কনিষ্ঠতম হিসেবে হাফসেঞ্চুরি করার কৃতিত্ব হাতছাড়া হয় প্রয়াগের। আইপিএলে দশম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হন তিনি। শট খেলার সময় তাঁর ব্যাট স্ট্যাম্পে লেগে যায়।
এর আগে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক তাঁর আইপিএল কেরিয়ারের সেরা অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন। প্রাথমিক ধাক্কা সামলে কার্তিকের ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৭৫ রান করে নাইট রাইডার্স।