নয়াদিল্লি: ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের অভব্য আচরণের জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। পাক হকি ফেডারেশনের সচিব শাহবাজ আহমেদের অভিযোগের জবাবে এই বার্তা দিল হকি ইন্ডিয়া।
ভুবনেশ্বরে সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পাওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়রা জার্সি খুলে ফেলেন এবং দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। কিছুদিন আগে শাহবাজ বলেছিলেন, সেই ঘটনার জন্যই জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানকে যোগ দিতে দেওয়া হয়নি। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে হকি ইন্ডিয়া বলেছে, জুনিয়র হকি বিশ্বকাপের ৬০ দিন আগে ভিসার আবেদন করেনি পাক হকি ফেডারেশন। আন্তর্জাতিক হকি ফেডারেশন বারবার মনে করিয়ে দিলেও, তাদের টনক নড়েনি। সেই কারণেই জুনিয়র হকি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানকে। এর জন্য হকি ইন্ডিয়াকে দায়ী করা যায় না। নিজেদের ব্যর্থতা ঢাকতে খেলোয়াড়দের অভব্যতাকে অজুহাত হিসেবে খাড়া করছে পাক হকি সংস্থা। এটা লজ্জার বিষয়।
নিঃশর্ত ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নয়, জানাল হকি ইন্ডিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jan 2017 01:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -