নয়াদিল্লি: কুস্তির পর এবার বিতর্কের আঁচে পুড়ছে ভারতীয় হকিও। পরিস্থিতি এমন যে, যৌথ বিবৃতি দিতে হল হকি কর্তাদের।


ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হকি ইন্ডিয়ার (Hockey India) দীর্ঘ দিনের চিফ এগকিউটিভ অফিসার (CEO) এলেনা নরম্যান (Elena Norman) প্রায় ১৩ বছর দায়িত্বে থাকার পর ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার পদত্যাগ করেন। ইস্তফা দেওয়ার সময় তিনি তোপ দেগেছিলেন, ফেডারেশনে পারস্পরিক দলাদলির কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে বলেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত। যদিও হকি ইন্ডিয়া এলেনা নরম্যানের অভিযোগ উড়িয়ে দিয়েছে।


দায়িত্ব ছাড়ার পর নরম্যান সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, হকির দুই গোষ্ঠীর লড়াইয়ে কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। হকি ইন্ডিয়ায় দুটি গোষ্ঠী রয়েছে বলেও জানান তিনি। এক দিকে দিলীপ তিরকে (প্রেসিডেন্ট), অন্য দিকে ভোলানাথ সিংহ (সচিব), কমান্ডার আর কে শ্রীবাস্তব (এক্সিকিউটিভ ডিরেক্টর) এবং শেখর জে মনোহরন (কোষাধ্যক্ষ)। নরম্যান বলেন, 'কিছু লোক আছেন যাঁরা ক্ষমতা দখল করতে চান এবং এক দিকে রয়েছেন দিলীপ, যিনি একজন ভাল মানুষ এবং ভারতীয় হকির জন্য ভাল কিছু করতে চান।' সিইও-র অভিযোগের পরই বিতর্কের ঝড় আছড়ে পড়ে। যদিও সভাপতি দিলীপ তিরকে ও সচিব ভোলানাথ সিংহের মধ্যে কোনও মতবিরোধের কথা অস্বীকার করেছে হকি ইন্ডিয়া।


 






এক যৌথ বিবৃতিতে দিলীপ তিরকে ও ভোলানাথ সিংহ জানিয়েছেন, হকির উন্নতির জন্য তাঁরা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন। হকি ইন্ডিয়ার জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'সম্প্রতি কয়েকজন বিদায়ী কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেছেন যে, হকি ইন্ডিয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এটা একেবারেই সঠিক নয়। হকির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।'


নরম্যানের পদত্যাগ গত কয়েকদিনে হকি ইন্ডিয়ার জন্য দ্বিতীয় ধাক্কা। এর আগে ভারতীয় মহিলা হকি দলের হেড কোচ ইয়ানেক শোপম্যানও ইস্তফা দিয়েছিলেন। পদত্যাগের পর তিনি বলেছিলেন, 'হকি ইন্ডিয়ার এই ধরনের পরিবেশে কাজ করা কঠিন হয়ে পড়েছে।' তিনি আরও দাবি করেছিলেন যে, জাতীয় ফেডারেশন তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করে না। প্রাপ্য সম্মানও তিনি পান না। এরপর নরম্যানের কথাতেও একই সুর। ২০১১ সালে হকি ইন্ডিয়ার প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হন নরম্যান। 


আরও পড়ুন: এই প্রাণায়ামে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে