দুবাই: আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে বর্ষসেরা গোলকিপার হতে পারেন ভারতের অধিনায়ক পি আর শ্রীজেশ। যে পাঁচ জন গোলকিপারের নাম বাছাই তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে শ্রীজেশ অন্যতম। তিনি এই পুরস্কার পাবেন বলেই আশা করছে ভারতীয় হকি মহল।

শ্রীজেশ ছাড়া ভারতের আর এক জন খেলোয়াড়ই বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন। রাইজিং স্টার অফ দ্য ইয়ার হওয়ার দৌড়ে রয়েছেন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হরমনপ্রীত সিংহ।

প্রতিটি বিভাগে পাঁচ জন করে খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে থেকেই সেরা বেছে নেওয়া হবে। কোচের দৌড়ে ভারতের কেউ নেই।

আরও পড়ুন, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নরিন্দর বাত্রা