ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পাখির চোখ লোকসভা নির্বাচন। অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমে (Birbhum) তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। অনুব্রত জেলে বন্দি, সেই সময়েই সিউড়ির (Suri) ইন্ডোর স্টেডিয়ামে এবার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল।


একসময় তিনিই ছিলেন জেলায় দলের সর্বেসর্বা। তাঁর নির্দেশ করা দলের কোনও কাজ হতো না জেলায়। গোটা বীরভূমেই কার্যত একচেটিয়া রাজ করতেন অনুব্রত মণ্ডল। কিন্তু মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল, গ্রেফতার হয়েছেন তাঁর মেয়েও। আপাতত তিহাড় জেলে বন্দি অনুব্রত। এর আগে বীরভূমের জেলা কমিটি তৈরির করার সময় তাঁকেই জেলা সভাপতি পদে রাখা হয়েছিল। সম্প্রতি যে কমিটি তৈরি হয়েছে, তাতে জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলের নাম ছিল না। ওই পদের উল্লেখই ছিল না। তার বদলে জেলায় দলের দায়িত্বে রাখা হয়েছে একটি কোর কমিটিকে। তখনই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি অনুব্রতকে ছাড়াই জেলা দলীয় সংগঠন গোছানোর পরিকল্পনা শুরু করল তৃণমূল। এবার দেখা গেল লোকসভা নির্বাচনের লক্ষ্যেই শুরু হয়ে গেল দলের সংগঠন গোছানোর কাজ।


সামনের বছরেই লোকসভা (Parliament Election) নির্বাচন হতে চলেছে। পঞ্চায়েত থেকে লোকসভা- অনুব্রতর হাতেই থাকত দল। তাঁর হাত ধরে বীরভূমে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন অনুব্রত। এবার তিনি জেলায় নেই। তাই তাঁকে ছাড়াই শুরু প্রস্তুতি। আর সেখানে বারবার দেওয়া হল কোন্দল মেটানোর বার্তা। সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, কাজল সেখ-সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন জেলা, ব্লক, বুথস্তরের একগুচ্ছ নেতা-কর্মী। সেখানে তৃণমূল নেতা কাজল শেখ বলেন, 'কোনও জায়গায় যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকে বসে মিটিয়ে দিতে হবে।' রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন সম্মেলনে। মানুষের সঙ্গে মিশে বুথ মজুবত করার নির্দেশ দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 


প্রত্যেক ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করতেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি ভোটের আগে কীভাবে দলীয় নেতা-কর্মীদের চলতে হবে, সেই বার্তা দিতেন। সেই কায়দায় এবার জেলা কোর কমিটির উদ্যোগে সিউড়িতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। 


আরও পড়ুন: একলাফে কমল উত্তরবঙ্গের তাপমাত্রা, তুষারপাতের সম্ভাবনা কবে থেকে?