ভুবনেশ্বর: বৃহস্পতিবার হকি বিশ্বকাপের (FIH Men's Hockey World Cup 2023) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। তবে গ্রুপ শীর্ষে নয়, দ্বিতীয় স্থানেই গ্রুপ পর্ব শেষ করল ভারত। টিম ইন্ডিয়া ওয়েলশের বিরুদ্ধে জিতলেও, কিন্তু ভারতীয় দলের পারফরম্যান্সে অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh) একেবারেই সন্তুষ্ট নন।
প্রথম দুই ম্যাচে ভারতীয় রক্ষণ দুর্দান্ত পারফর্ম করেছিল। তবে হরমনপ্রীত মেনে নিচ্ছেন যে ওয়েলশের বিরুদ্ধে দলের রক্ষণে কিছুটা হলেও খামতি ছিল এবং প্রতিপক্ষরা সেই সুযোগেই জোড়া গোল করে ম্যাচ ফিরে আসে। তিনি বলেন, 'আমরা এর থেকে আরও ভাল খেলতে পারি। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। কোচের সঙ্গে আমি সহমত। আমাদের ম্যাচ চলাকালীন আরও বেশি করে মনসংযোগ করা উচিত। ধৈর্য ধরে নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে পারলে গোল আসবেই। গোল করাটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা ম্যাচে ওদের বেশ কয়েকটি গোল করার সুযোগ দিয়েছি এবং সেই সুযোগগুলিকে ওরা কাজেও লাগিয়েছে। পরের ম্যাচে এই ভুল যাতে না হয়, সেইদিকে আমাদের খেয়াল রাখতে হবে।'
ওয়েলশকে হারালেও ইংল্যান্ডের থেকে গোলপার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করায় সরাসারি কোয়ার্টার ফাইনালে খেলা সুযোগ হাতছাড়া করেছে ভারতীয় দল। বিশ্বকাপের শেষ আটে পৌঁছতে হলে এবার হরমনপ্রীতদের ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে।
ম্যাচের বিবরণ
ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের দাপট। যদিও বারবার ভারতের সামনে দুর্ভেদ্য প্রাচীরের মতো হাজির হন ওয়েলশ গোলকিপার টোবি। একাধিক নিশ্চিত গোল বাঁচান তিনি। প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়।
ম্যাচের ২১ মিনিটে নিজেদের সার্কেলের ভেতর মনদীপকে ফাউল করে ওয়েলশ। পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন শামশের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন আকাশ দীপ। ২-০ এগিয়ে যায় ভারত। কিন্তু এরপরই প্রত্যাঘাত ওয়েলশের। কিছুটা খেলার গতির বিরুদ্ধেই। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় ওয়েলশ। তারপর ফের গোল ওয়েলশের। ম্যাচ তখন ২-২।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে স্বস্তি ফেরান আকাশ দীপ। ভারত এগিয়ে যায় ৩-২। তারপর একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ওয়েলশকে ৪-২ গোলে হারায় ভারত।
আরও পড়ুন: চোটের বাঁধা পেরিয়ে পরের রাউন্ডে জকোভিচ, পাঁচ সেটের লড়াইয়ে জয়ী মারেও