ভুবনেশ্বর: অলিম্পিকজয়ীর ট্যাগ এই টুর্নামেন্টে গুরুত্বহীন। হকি বিশ্বকাপেও আর্জেন্তিনা অন্যান্যবারের মত সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। জানালেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় গঞ্জালো পেইলাট।
আর্জেন্তিনা রয়েছে পুল এ-তে, স্পেন, নিউজিল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে। ২৯ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। তার আগে ড্র্যাগফ্লিক পারদর্শী গঞ্জালো জানিয়েছেন, পেনাল্টি কর্নার এখনও তাঁদের দলের শক্তি। বিশ্বের ২ নম্বর দলের তকমা ও অলিম্পিকজয়ী হওয়া এই টুর্নামেন্টে গুরুত্বহীন, কারণ প্রতিটি দলই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে। তাই প্রতিটি ম্যাচে আলাদা করে গুরুত্ব দিতে হবে, চেষ্টা করতে হবে নিজেদের সেরাটা দিতে।
গতকাল বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আর্জেন্তিনা দল। গঞ্জালো জানিয়েছেন, ভুবনেশ্বরে আগেও খেলেছেন তাঁরা। দর্শকদের উৎসাহ আর উদ্দীপনার মধ্যে খেলার জন্য মুখিয়ে আছেন। অলিম্পিকজয়ী দলের নতুন চিফ কোচ হয়েছেন জার্মানির মারিয়ানো ওরোজকো, তিনি এসেছেন কার্লোস রেতেগুয়ির জায়গায়। ২০০০ ও ২০০৪-এ আর্জেন্তিনার হয়ে অলিম্পিক খেলেছেন এই মারিয়ানো। নতুন কোচের প্রশিক্ষণে তাঁদের রীতিমত উন্নতি হয়েছে, বিশ্বকাপের আগে বেশ কয়েকটি টুর্নামেন্টও খেলেছেন তাঁরা, সুতরাং চিন্তার কিছু নেই। বলেছেন গঞ্জালো।
২০১৪-য় নেদারল্যান্ডসের হেগে বিশ্বকাপে জয়ী অস্ট্রেলিয়া ও দ্বিতীয় নেদারল্যান্ডসের পিছনে থেকে তৃতীয় স্থানে শেষ করে আর্জেন্তিনা। তবে রিও অলিম্পিকে তারা সোনা জেতে।
হকি বিশ্বকাপ: আমাদের শক্তি পেনাল্টি কর্নার, বললেন আর্জেন্তিনার গঞ্জালো পেইলাট
ABP Ananda, Web Desk
Updated at:
22 Nov 2018 02:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -