ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। আর প্রথম দিনই বিধ্বংসী ছন্দে অস্ট্রেলিয়া। যাদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে।                                                                           


ফ্রান্সকে ৮-০ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পুল এ-র শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। আর্জেন্তিনাও শুক্রবার তাদের ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-০ গোলে জিতেছে আর্জেন্তিনা। কিন্তু গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া গ্রুপ শীর্ষে। আর্জেন্তিনা ও অস্ট্রেলিয়া, দুই দলেরই ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট।


অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন ক্রেগ টম ও হেওয়ার্ড জেরেমি। একটি করে গোল করেছেন অগিলভি ফ্লিন ও উইকহ্যাম টম। প্রথম কোয়ার্টারে ৮ মিনিটের মাথায় গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন টম। তারপর দ্বিতীয় কোয়ার্টারে এক মিনিটের মধ্যে জোড়া গোল ফ্লিন ও জেরেমির। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ফরাসিরা ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যান। আর তাঁদের ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া।


 






সচিন-বিরাটদের শুভেচ্ছা


প্রথম দিনেই মাঠে স্পেনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Hockey Team)। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন নিলম, শ্রীজেশ, হরমনপ্রীত, মনপ্রীতরা। ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলিরা (Virat Kohli) ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন। 


সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতীয় হকি দলকে বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা। আমরা সকলে তোমাদের জন্য গলা ফাটাব। চক দে।' বিরাট কোহলি লেখেন, 'বিশ্বকাপের জন্য আমার তরফে ভারতীয় হকি দলকে অনেক শুভেচ্ছা। নিজেদের খেলাটা উপভোগ করো, আমরা সকলে তোমাদের সঙ্গে আছি। অনেক শুভেচ্ছা।' হকি তারকা রুপিন্দর পাল সিংহ এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। তিনি সেই ভিডিও আপলোড করে লেখেন, '২০২৩ হকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা। সকলে মিলে আমাদের দলের হয়ে গলা ফাটাব।'


আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ