নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ ওপেনার ময়ঙ্ক অগ্রবালের প্রশংসা করলেও, একইসঙ্গে তাঁকে সতর্ক করে দিচ্ছেন কিংবদন্তী সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘ও টেস্ট ক্রিকেট উপভোগ করছে। এটা ওর প্রথম বছর। আশা করি ও দ্বিতীয় বছরেও রান করে যাবে। কারণ, দ্বিতীয় বছরে বিপক্ষের কাছে অনেক তথ্য থাকবে। তবে ময়ঙ্ক সুন্দর ব্যাটিং করছে। ও যেভাবে অফসাইডে ঝুঁকে না পড়ে ভারসাম্য বজায় রাখছে, সেটা দারুণ দেখতে লাগছে। ও ব্যাটিং করার সময় শরীর সোজা রাখছে, ফ্রন্টফুট ও ব্যাকফুটে ওর নড়াচড়াও দারুণ।’
বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ২৪৩ রান করেন ময়ঙ্ক। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ স্কোর। এই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ১১ নম্বরে পৌঁছে গিয়েছেন ময়ঙ্ক। গাওস্করের আশা, ফর্ম ধরে রাখতে পারবেন এই তরুণ ওপেনার।
আশা করি টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বছরেও ভাল পারফরম্যান্স দেখাবে ময়ঙ্ক, বলছেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2019 05:06 PM (IST)
বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ২৪৩ রান করেন ময়ঙ্ক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -