আবু ধাবি টি ১০ লিগে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি যুবরাজ। আগের দু’টি ম্যাচে তিনি যথাক্রমে ৬ ও ১৪ রান করেন। টিম আবু ধাবিরর বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলে রাখেনি মরাঠা আরবিয়ানস। তবে খেলার সুযোগ না পেলেও, দল জেতায় খুশি যুবরাজ। ভিডিওতে দেখুন, যুবরাজের সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার
Web Desk, ABP Ananda | 19 Nov 2019 02:25 PM (IST)
আবু ধাবি টি ১০ লিগে এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি যুবরাজ। আগের দু’টি ম্যাচে তিনি যথাক্রমে ৬ ও ১৪ রান করেন।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
আবু ধাবি: আইপিএল-এর পরের মরসুমের নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে না রাখলেও, খোশমেজাজেই আছেন যুবরাজ সিংহ। তিনি এখন আবু ধাবি টি ১০ লিগে মরাঠা আরবিয়ানসের হয়ে খেলছেন। গতকাল টিম আবু ধাবির বিরুদ্ধে ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের প্রাক্তন এই অলরাউন্ডার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার চাদউইক ওয়ালটন পাঞ্জাবি ভাষায় কথা বলেছেন। সেই ভিডিও দেখে সবাই হাসিতে ফেটে পড়েছেন।