হায়দরাবাদ: চোট সারিয়ে কোর্টে ফিরেছেন। এবার সেরা ফর্মে ফেরার জন্য ম্যাচ প্র্যাকটিস চাইছেন ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। মার্চে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের আগেই তিনি সেরা ফর্মে ফিরবেন বলে আশা করছেন।


প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হারের পর সাইনা বলেছেন, ‘আমার ফিটনেস ও পারফরম্যান্সের উন্নতিতে খুশি। তবে আমার মুভমেন্ট এখনও মন্থর। আমার আরও ম্যাচ প্র্যাকটিস দরকার।’

রিও অলিম্পিক চলাকালীন চোট পান সাইনা। তাঁর ডান হাঁটুর গাঁটের ভিতরে চোট লাগে। রিও অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে গ্রুপ লিগ থেকেই ছিটকে যান সাইনা। অলিম্পিকের পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। বেশ কিছুদিন রিহ্যাবে থাকার পর চায়না ওপেনে কোর্টে ফেরেন এই হায়দরাবাদি শাটলার। তবে প্রথম রাউন্ডেই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে বিদায় নেন তিনি। এরপর ম্যাকাও ওপেন গ্র্যাঁ প্রি গোল্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন সাইনা।

এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছেন সাইনা। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের পর মালয়েশিয়া ওপেনে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।