তরুণরা যাতে স্নায়ুর চাপে না ভোগে সেটা নিশ্চিত করতে হবে সিনিয়র ক্রিকেটারদের, বলছেন ধবন
Web Desk, ABP Ananda | 21 Sep 2019 07:13 PM (IST)
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হবে।
বেঙ্গালুরু: ভারতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শিখর ধবন। এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার বলেছেন, ‘ঋষভ (পন্থ) বা শ্রেয়সের (আয়ার) মতো তরুণরা যখন ব্যাট করতে আসে, তখন আমাদের মতো সিনিয়রদের দায়িত্ব হল, ওদের সঙ্গে কথা বলে ওরা যাতে স্নায়ুর চাপে না ভোগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা নিশ্চিত করা। রোহিত (শর্মা) বা বিরাটের (কোহলি) সঙ্গে যখন ব্যাটিং করি, তখনও এটাই করি। আমরা সবসময় কথা বলতে থাকি। সেটা খুব জরুরি। যখনই তরুণরা আমাদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করতে চায়, আমরা ওদের কথা শুনি।’ বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহাররা খেলছেন। তাঁরা ভাল পারফরম্যান্সই দেখাচ্ছেন। এই তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ধবন বলেছেন, ‘ওয়াশিংটন দারুণ বোলিং করছে। ও আমাদের ব্রেক থ্রু দিচ্ছে এবং বিপক্ষের ব্যাটসম্যানদের রান করতে দিচ্ছে না। দীপক চাহারও ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। ও একই গতিতে দু’দিকে স্যুইং করাতে পারে। টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য এটাই ওদের কাছে উপযুক্ত মঞ্চ।’