কলকাতা : মাথা চুলকে নিয়ে হাতে মুখ ঢাকা। খানিক অবিশ্বাসের ঘোর যেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Chess World Champion Magnus Carlsen) হারিয়ে এমনই অভিব্যক্তি ছিল রমেশবাবু প্রজ্ঞানানন্দের (Rameshbabu Praggnanandhaa)। বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand), পেন্টালা হরিকৃষ্ণের (Pentala Harikrishna) পর তৃতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারানোর পর খানিক অবিশ্বাসের ঘোর যে ছিল সেটা স্বীকার করে নিলেন সবথেকে কম বয়সে ভারতীয় গ্র্যান্ডমাস্টার হওয়া প্রজ্ঞানানন্দ। এবিপি নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সবথেকে কম বয়ী হিসেবে কার্লসেনকে হারানো তরুণ দাবাড়ু স্বীকারও করে নিলেন যে কথা।
ঠিক কীভাবে কার্লসেনকে টেক্কা ? জানতে চাওয়া হলে প্রজ্ঞানানন্দের জবাব, 'আগের দিনটা খারাপ গিয়েছিল। তাই খোলামনে খেলতে নেমেছিলাম। আক্রমণাত্মক খেলব শুধু এটুকুই ভাবনা ছিল। চেষ্টা করে যাচ্ছিলাম নিজের সেরা মুভগুলো খেলতে। বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে একটা ম্যাচেই সব নির্ভর করে না। এই খেলার থেকে শিক্ষা চলতি টুর্নামেন্টে ও পরে কাজে লাগাতে চাইব।' অনলাইন র্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারান তিনি। প্রসঙ্গত, ভারতের প্রথম দাবা বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র প্রজ্ঞানানন্দ। সামনাসামনি ভিশি থেকে পাওয়া অনেক টিপস তাঁকে সাহায্য করেছে বলেও জুড়লেন ভারতীয় দাবাড়ু।
কার্লসেনকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রজ্ঞানানন্দ। ভারতীয় ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ভারতীয় দাবার প্রতিভাবান ভবিষ্যৎ কাণ্ডারিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভাল লাগার আবহ বাড়লেও আপাতত নিজের খেলাতেই মনঃসংযোগ করার কাজ চালিয়ে যেতে যান প্রজ্ঞানানন্দ।
প্রসঙ্গত ১৬ বছরের প্রজ্ঞানানন্দ এর আগে ২০১৮ সাল ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের দাবাড়ু । ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি।
আরও পড়ুন- বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে দাবার চৌষট্টি খোপে অঘটন ১৬ বছরের প্রজ্ঞানানন্দর