কিন্তু ঘটনা হল, প্রথম দিন-রাতের টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই তো দূরের কথা, লড়াই-ই আদৌ দেখতে পাননি ক্রিকেটপ্রেমীরা। ৫ দিনের ম্যাচ ৩ দিনেই শেষ, অনেকেরই টিকিট নষ্ট হয়েছে। সে জন্যই হয়তো পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে হাসি ছিল না সৌরভের মুখে। আর তা চোখ এড়ায়নি তাঁর সদ্য আঠেরোয় পা দেওয়া মেয়ের।
ইনস্টাগ্রামে বাবার গম্ভীর ছবি দেখে সানা লেখে, কোনটা এত অপছন্দ হল তোমার? সৌরভ সঙ্গে সঙ্গে উত্তর দেন, তোমার ক্রমাগত অবাধ্যতা করে যাওয়া। কিন্তু ক্রিকেট মাঠে এক সময়ের অপ্রতিরোধ্য ক্যাপ্টেন মেয়ের সঙ্গে পেরে ওঠেননি। সানা জবাব দেয়, তোমার থেকেই তো শিখছি! আর কথা বাড়াননি সৌরভ।
সৌরভ অবশ্য জানিয়েছেন, গোলাপি বল টেস্টের সাফল্যে তিনি খুশি। টেস্ট ক্রিকেটের জন্য এই পরিবর্তন জরুরি ছিল। লোকে টেস্ট ক্রিকেট দেখতে আসছিল না, তাই এই টেস্ট জনপ্রিয় করতে নানাভাবে প্রমোশন ও বিজ্ঞাপনের আয়োজন করেন তাঁরা। সমস্ত টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।
দিন রাতের টেস্ট স্বাগত জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তবে বলেছেন, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এটাই একমাত্র রাস্তা নয়।