সাউদাম্পটন: আজ সোমবার বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচের আগে বাংলাদেশকে মজার ছলে হুঁশিয়ারি দিলেন আফগান অধিনায়ক গুলবাদিন নইব। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের কথা জিজ্ঞাসা করা হলে নইব হাসতে হাসতে বললেন, হম তো ডুবে হ্যায় সনম, তুমকো লেকর ডুবেঙ্গে (আমরা তো ডুবে গেছি, তোমাকে সঙ্গে নিয়েই ডুবব)।
এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পেরে ইতিমধ্যেই আফগানিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও বহাল রয়েছে। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করতে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের জয় পেতে হবে।
স্পিনারদের পারফরম্যান্সে ভর করে গত কয়েকটি ম্যাচে আফগানিস্তানের খেলায় উন্নতি চোখে পড়েছে। নইব বিশ্বাস করেন, বিশ্বের সেরা দলগুলিকে হারানোর জন্য প্রয়োজনীয় রসদ তাঁর দলে রয়েছে।
ভারতের তারকা সমন্বিত ব্যাটিং অর্ডারকে হ্যাম্পশায়ার বোলে মাত্র ২২৪ রানে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। যদিও ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের কারণে ১১ রানে হার স্বীকার করতে হয়েছিল তাঁদের।
বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম জয় পেতে মরিয়া আফগানিস্তান। আর এই লক্ষ্য পূরণে স্পিনারদের নিয়ে আশাবাদী আফগান অধিনায়ক।
নাইব বলেছেন, আপনারা ভারতের বিরুদ্ধেই দেখেছেন। সারা বিশ্বে ভারতের ব্যাটিংই সেরা। তাই উইকেট যদি আমাদের স্পিনারদের সাহায্য করে, তাহলে শুধু বাংলাদেশই নয়, যে কোনও দলের কাছেই কঠিন হয়ে দাঁড়াবে। আমি জানি, বাংলাদেশ টুর্নামেন্টে খুব ভালো খেলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২০ রান তাড়া করেছে। আমাদের স্পিন আক্রমণও বিশ্বে অন্যতম সেরা। উইকেট সহায়ক হলে শুধু বাংলাদেশই নয়, যে কোনও দলের পক্ষেই আমাদের স্পিনারদের খেলাটা কঠিন।
হ্যাম্পশায়ার বোলেই আফগানিস্তান বাংলাদেশের বিরুদ্ধে নামবে।
আফগান অধিনায়ক বলেছেন, এই পরিবেশে প্রথম তিন-চারটি ম্যাচে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলাম। সারফেস ও উইকেট সম্পূর্ণ আলাদা ছিল। আমরা এমনটা আশা করিনি। কিন্তু শেষ দুটি ম্যাচে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। এটা আমাদের কাছে খুব ভালো উইকেট, অনেকটা এশিয়ার পরিবেশের মতো, বল টার্ন করেছে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে।