মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সরলেন শরদ পওয়ার
Web Desk, ABP Ananda | 17 Dec 2016 10:00 PM (IST)
মুম্বই: অবশেষে লোঢা সুপারিশ মানতে বাধ্য হলেন শরদ পওয়ার৷ শনিবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ ছাড়লেন তিনি৷ লোঢা সুপারিশ অনুযায়ী, সত্তরোর্ধ্ব ব্যক্তিরা বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না৷ সেই বিধি মেনেই ইস্তফা দিলেন ৭৬ বছরের পওয়ার৷ বিসিসিআই ও আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন পওয়ার৷ ২০০১-০২ ও ২০১০-১১-তেও এমসিএ-র সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ গত বছর ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন৷ কিন্তু এবার সেই পদ ছাড়তে বাধ্য হলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। পদত্যাগ পত্রে পওয়ার লিখেছেন, ‘ক্রিকেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ৭০ বছরের বেশি বয়সে কেউ ক্রিকেট সংস্থার পদে থাকতে পারেবন না। আদালত বলেছে, এই পদ লাভজনক হওয়ায় কেউ পদ ছাড়তে চান না। এই মন্তব্যে আমি আহত হয়েছি। আমি কোনওদিন এমসিএ থেকে আর্থিক সুবিধা নিইনি। তা সত্ত্বেও আদালত এই মন্তব্য করল। সেই কারণেই আমি সরে যাচ্ছি।’