বার্মিংহাম: ‘আমি বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা। আমার কোনও দুঃখ নেই।’ ৩০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামার আগে এমনই বললেন যুবরাজ সিংহ। ক্যান্সারের মতো মারণরোগকে হারিয়ে মাঠে ফিরে আসা এই তারকার বক্তব্য, ‘আমি যখন ভাল অবস্থায় আছি, তখন অনুতাপের বিষয়ে কথা বলতে চাই না। আমি ভাল খেলছি। আরও কয়েক বছর খেলব। যতদিন ভাল পারফরম্যান্স দেখাতে পারব, ততদিন খেলতে চাই।’ একদিনের ও টি-২০ ম্যাচে রেকর্ড দুর্দান্ত হলেও, টি-২০ ম্যাচে যুবরাজের পারফরম্যান্স সেভাবে উজ্জ্বল নয়। তবে এই অলরাউন্ডার বুঝিয়ে দিয়েছেন, এর জন্য তাঁর কোনও আফশোস নেই। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপেও খেলতে চান। যুবরাজের মতে, ভারতের হয়ে খেলার চেয়েও দলে টিকে থাকা কঠিন। সংকল্প এবং নিজের উপর বিশ্বাস থাকা জরুরি। সময় খারাপ গেলে অনেকেই নানা মন্তব্য করবে। সেই সময় নিজের দক্ষতায় বিশ্বাস রাখতে হবে। ভারতের হয়ে যাঁরা খেলতে চান, সেই তরুণদের উদ্দেশে যুবরাজের পরামর্শ, কঠোর পরিশ্রম করতে হবে এবং সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে।