নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ড সচিবের পদ থেকে অপসারিত হওয়ার পরেও দমতে নারাজ অজয় শিরকে। তিনি বলছেন, ‘আমার কিছু বলার নেই। যদি এটাই সুপ্রিম কোর্টের রায় হয়, তাহলে আমি আর বোর্ড সচিব থাকব না। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর কিছু হয় না। বিসিসিআই-এ আমার দায়িত্ব শেষ।’


লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করাতেই বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিবকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও শিরকের দাবি, বোর্ডের সদস্যদের সম্মতিতেই লোঢা কমিটির সুপারিশ কার্যকর করা হয়নি। তাঁর বা সভাপতির কোনও ভূমিকা ছিল না। তাঁর এই পদে থাকার মোহ নেই। অতীতে তিনি পদত্যাগ করেছিলেন। বোর্ডের পদ শূন্য থাকায় তিনি ফিরে এসেছিলেন। তিনি সর্বসম্মতিক্রমে সচিব নির্বাচিত হন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সরতে হলে তাঁর কোনও আক্ষেপ নেই। ভারতীয় দল এবং বিসিসিআই ভবিষ্যতেও ক্রিকেট বিশ্ব শাসন করবে বলেই আশা প্রকাশ করেছেন শিরকে।