ধর্মশালা: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে হারের পরও পরের চার টেস্টে টানা জয়। একপেশে হারতে হয়েছে স্টোকস (Ben Stokes) বাহিনীকে। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণের কোনও জবাবই ছিল না ম্য়াকালামের ছেলেদের কাছে। সিরিজ হারের পর নিজেদের ব্যর্থতার কথা অকপট স্বীকার করে নিলেন বেন স্টোকস। ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারানো বিশাল কঠিন কাজ, তা মেনে নিলেন তিনি।


ধর্মশালা টেস্টের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে স্টোকস বলেন, ''আমি সবসময় মনে করি এই ভারতীয় দলকে হারানো সত্যিই ভীষণ কঠিন। বিশেষ করে ঘরের মাঠে ওরা ভয়ঙ্কর শক্তিশালী। অনেকেই বলেছে যে অনেক তারকা সিনিয়র ক্রিকেটার খেলছেন না এই সিরিজে। কিন্তু এরপরও যে খেলাটি ভারতীয় দল খেলল, তা থেকে একটা বিষয় পরিষ্কার হল যে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল।''


ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ''প্রথম টেস্ট ম্যাচের পর আমরা সিরিজে এগিয়ে ছিলাম। কিন্তু তা ধরে রাখতে পারিনি। চলতি সিরিজে এমন অনেক মুহূর্তে তৈরি হয়েছিল যেখানে আমরা ভারতকে চাপে ফেলতে পারতাম। কিন্তু তা পারিনি আমরা। ভুলগুলো শুধরে আমাদের এগিয়ে যেতে হবে।''


স্টোকস আরও বলেন, ''আমি বিশাল হতাশ। শুধু আমি নই, গোটা দলটাই হতাশ। কারণ এই সফরের জন্য অনেক পরিশ্রম করেছিলাম আমরা। আমরা এখানে এসেছিলাম অনেক আশা নিয়ে। শুরুটা যেমন হয়েছিল, চেয়েছিলাম সেই ধারাবাহিকতা ধরে রাখতে। কিন্তু ৪-১ এ ভারতের বিরুদ্ধে সিরিজে হারের পর এটুকু বলতে পারি ভারতীয় দলের কাছে আমরা কোনও বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারিনি। ওরা যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে।''


রাঁচি টেস্ট জিতেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ধর্মশালা টেস্ট ছিল অনেকটাই রোহিতদের কাছে নিয়মরক্ষার। তবে এই ম্য়াচেও জয় রোহিতদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রাখতে সাহায্য করল। এছাড়া রেটিংও আরও কিছুটা বাড়ল তাদের। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৩ রান বোর্ডে তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। 


আরও পড়ুন: টেস্ট খেললেই পকেটে ঢুকবে বাড়তি টাকা, সিরিজ জিততেই বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত