নয়াদিল্লি: ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত ভারোত্তলক সঞ্জিতা চানু নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। তিনি বলেছেন, ‘আমি নির্দোষ। কোনও নিষিদ্ধ পদার্থ গ্রহণ করিনি। জাতীয় ফেডারেশনের সহায়তায় নির্বাসনকে চ্যালেঞ্জ জানাব।’
সম্প্রতি গোল্ড কোস্টে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন সঞ্জিতা। কিন্তু তিনি ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশন। জানানো হয়েছে, গত বছরের নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে প্রতিযোগিতা না চলা অবস্থায় ডোপ টেস্টের জন্য সঞ্জিতার মূত্রের নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষাতেই ব্যর্থ হয়েছেন তিনি।
ভারতীয় ভারত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক সহদেব যাদব অবশ্য সঞ্জিতার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘ডোপ পরীক্ষার ফল প্রকাশ এত দেরিতে হল কেন, সেটা আমি বুঝতে পারছি না। নমুনা দেওয়ার পর ও গত নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেয় এবং এ বছরের এপ্রিলে কমনওয়েলথ গেমসে সোনা জেতে। আমরা বি স্যাম্পল পরীক্ষার জন্য আবেদন জানিয়েছি। আইনজীবীও নিয়োগ করা হয়েছে। আমি নিশ্চিত, সঞ্জিতা নিষিদ্ধ মাদক গ্রহণ করেনি। ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ভারতের সোনা হারানোর কোনও আশঙ্কা নেই।’
ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পরেই নির্বাসিত হয়েছেন মণিপুরের এই ভারোত্তলক। বি স্যাম্পল পরীক্ষাতেও তিনি যদি ব্যর্থ হন, তাহলে চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়ামহলে ভারতের মুখ পুড়বে।
আমি নির্দোষ, নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাব, বলছেন ভারোত্তলক সঞ্জিতা চানু
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2018 06:47 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -