নর্থ সাউন্ড (অ্যান্টিগা): বয়স যত বাড়ছে, আগের মতো সেই ধারাবাহিকতা না থাকলেও, মাঝেমধ্যেই ব্যাট হাতে ঝলসে উঠছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই প্রসঙ্গে মজার ছলে তিনি বলেছেন, ‘আমি ওয়াইনের মতো।’ ওয়াইন যত পুরনো হয় ততই স্বাদ বাড়ে। ধোনিকে দেখে সেরকমই মনে হচ্ছে।


গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৯ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধোনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫১ রান করে ভারত। ধোনির পাশাপাশি ভাল ব্যাটিং করেন অজিঙ্ক রাহানে (৭২), যুবরাজ সিংহ (৩৯) ও কেদার যাদব (৪০ অপরাজিত)। জবাবে মাত্র ১৫৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। এই সিরিজে আর বাকি দুটি ম্যাচ। ফলে সিরিজ জয়ের মুখে বিরাট কোহলির দল।

গতকাল যে পিচে খেলা হয়েছে, সেখানে ব্যাটিং করা সহজ ছিল না। কিন্তু সেখানেই ভাল ইনিংস খেলতে পেরে তৃপ্ত ধোনি। তিনি ম্যাচের পরে বলেছেন, ‘গত দেড় বছর ধরে আমাদের টপ অর্ডার রান করে চলেছে। তাই ব্যাট করার সুযোগ পেয়ে রান করতে পেরে ভাল লাগছে। উইকেটের চরিত্রের কারণেই এই ইনিংসটা গুরুত্বপূর্ণ। পেস ও বাউন্সের তারতম্য হচ্ছিল। পার্টনারশিপ গড়ে তোলা জরুরি ছিল। কেদার শেষপর্যন্ত আমার সঙ্গে ক্রিজে ছিল। ২৫০ রান করে ফেলার পর আমার মনে হয়েছিল, বোলাররা আমাদের জিতিয়ে দিতে পারবে। আমরা ভাল বলও করেছি।’