নয়াদিল্লি: অবসর নিয়ে মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদের মন্তব্যের পাল্টা জবাব আশিষ নেহরার। গতকালই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নেহরা। তাঁর সাফ জবাব, নির্বাচকদের অনুমতি ছাড়াই তিনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন এবং একইভাবে খেলাও ছাড়লেন।


গতকাল ফিরোজ শাহ কোটলায় ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮ বছরের কেরিয়ারের ইতি টেনেছেন নেহরা। চোট-আঘাত সমস্যা কেরিয়ারে ভুগিয়েছে তাঁকে। কিন্তু হাল না ছাড়ার মানসিকতায় বারবার ফিরে এসেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর নেহরার নাম আর দলের জন্য বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছিলেন প্রসাদ। এর জবাবে নেহরা বলেছেন, মুখ্য নির্বাচকের ওই মন্তব্য তিনি শুনেছেন। তিনি বলেছেন, ‘আমি জানি না। নির্বাচক কমিটি আমার সঙ্গে এ ব্যাপারে কোনও কথা বলেন। আমি শুধু বলতে পারি যে, আমার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছিল।রাঁচিতে পৌঁছনোর পর আমার পরিকল্পনা সম্পর্কে আমি অধিনায়ক বিরাট কোহলিকে জানাই। কোহলির প্রথম প্রতিক্রিয়া ছিল, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? তুমি এখনও আইপিএলে খেলতে পার। তুমি কোচ-কাম-প্লেয়ার হিসেবে খেলতে পার। এর উত্তরে আমি বলি যে, আমি পুরোপুরি অবসর নিতে চাই’।

৩৮ বছরের পেসার স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি তাঁর জন্য কোনও বিদায়ী ম্যাচের কথা কাউকে বলেননি। ঘরের মাঠে এভাবে অবসরের সুযোগ মিলে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

নেহরার কথায়, ‘আমি বারেবারেই বলছি যে, সৌভাগ্যবশত এই ম্যাচটা দিল্লিতে হল।

তিনি বলেছেন, আমার মনে হয় কোহলি ও কোচ রবি শাস্ত্রী টিম ম্যানেজমেন্টের অংশ। আমি তাঁদের সঙ্গেই কথা বলেছিলাম। এ ব্যাপারে কোনও নির্বাচকের সঙ্গে আমার কথা হয়নি’।

নেহরা বলেছেন, ‘যখন খেলা শুরু করেছিলাম তখন নির্বাচকদের অনুমতি নেইনি। এখন যখন খেলা ছাড়ছি, তখনও তাঁদের অনুমতি ছাড়াই ছাড়ছি’।

প্রসাদ সম্প্রতি বলেছিলেন যে, ফিরোজ শাহ কোটলার টি ২০ তে নেহরা দলে থাকবেন কিনা, তার কোনও নিশ্চয়তা নেই।

তিনি আরও বলেছিলেন যে, নেহরা ও টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে ভাবা হচ্ছে।