সাউদাম্পটন: শিখর ধবনের চোটের জন্য ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার ঋষভ পন্ত। শুক্রবার ঋষভ বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে যখন সুযোগ পাইনি, তখনও ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ধবন আঙুলে চোট পাওয়ার পর ঋষভকে কভার হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়। কিন্তু ধবনের আঙুলে চিড় ধরায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় ঋষভকে।

বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিওতে যজুবেন্দ্র চাহলকে ঋষভ বলেছেন, দলে যখন আমাকে নেওয়া হয়নি, তখন ভেবেছিলাম যে, আমি কোনও জিনিস হয়ত সঠিক করিনি। তাই আমি আরও ইতিবাচক হয়ে কীভাবে আরও উন্নতি করা যায়, সেদিকে গুরুত্ব আরোপ করি। তারপর আমি আইপিএলে ভালো পারফর্ম করি। তারপর আমি অনুশীলন অব্যাহত রাখি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, ভারতকে জয়ী করাটা সবার কাছেই একটা স্বপ্ন। ব্যাক-আপ হিসেবে আমাকে যখন ইংল্যান্ডে ডাকা হয়, তখন মা আমার সঙ্গে ছিল। সে কথাটা বলার পরই মা পুজো দিতে মন্দিরে যায়। খেলোয়াড় হিসেবে আমি সব সময়ই বিশ্বকাপে খেলতে এবং সেখানে পারফর্ম করতে চেয়েছি। এখন আমি সুযোগ পেয়েছি। এতে আমি খুবই খুশি।




বিশ্বকাপে পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে ভারত।আগামীকাল শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।