মুম্বই: টেকনিক সঠিক হওয়ায় ভারতের হয়ে ইনিংস ওপেন করতে সমস্যা হবে না কে এল রাহুলের। মত প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার। তাঁর মতে, নতুন বল সামলানো কঠিন নয় রাহুলের পক্ষে।
আঙুলে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন দলের নিয়মিত ওপেনার শিখর ধবন। যে কারণে, পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন রাহুল। কর্নাটকের এই ডান-হাতি ব্যাটসম্যান ৭৮ বলে ৫৭ রান করেন। প্রথম উইকেটে রোহিতের সঙ্গে ১৩৬ রানের পার্চনারশিপ গড়ে তোলেন, যা ভারতের রানের ভিত গড়ে দেয়।
এই প্রেক্ষিতে লারা বলেন, এই মুহূর্তে বিরাট কোহলির পর দলের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান হল রাহুল। আইপিএল-এর হয়ে নিয়মিত ওপেন করেছেন রাহুল। আমার মনে হয় এই সুযোগটা ও উপভোগ করবে। প্রাক্তন ক্যারিবীয় তারকার মতে, চার নম্বর জায়গাটা রাহুলকে দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে টিম ইন্ডিয়া। টপ-অর্ডারে কোনও বিপর্যয় ঘটলে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে নামতে হত রাহুলকে। প্রায় ওপেনারের মতো ভূমিকা নিতে হতো। লারার মতে, টেকনিক ভাল না হলে এই পর্যায়ে জায়গা পাওয়া যায় না। রাহুলের সেই টেকনিক আছে। যে কারণে, ওর মধ্যে সফল হওয়ার যাবতীয় উপকরণ রয়েছে। তাঁর মতে, নতুন বল সামলানো সমস্য হওয়ার কথা নয়।
লারার আশা, চলতি বিশ্বকাপে বেশ চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেবে রাহুল। ওর থেকে বেশ কিছু স্পেশাল ইনিংস দেখার সুযোগ মিলবে। তিনি এ-ও দাবি করেন, এই বিশ্বকাপে, অন্যতম সেরা রান-সংগ্রহকারীর তালিকায় থাকবে ২৭ বছরের ব্যাটসম্যান।
নতুন বল সামলানো সমস্যা হবে না রাহুলের, মত লারার
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2019 05:44 PM (IST)
আঙুলে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন দলের নিয়মিত ওপেনার শিখর ধবন। যে কারণে, পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন রাহুল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -