হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে গত শনিবার রান তাড়া করতে নেমে একটা সময় ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু কেদার যাদব ও মহেন্দ্র সিংহ ধোনির অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটিতে ভর করে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ধোনি ৭২ বলে ৫৯ এবং কেদার ৮৭ বলে ৮১ রান করেন। সেইসঙ্গে একটি উইকেটও নিয়েছিলেন কেদার। এজন্য তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়।
ম্যাচের পর দলের সহ খেলোয়াড় যজুবেন্দ্র চাহলের চ্যাট শো চহাল টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে দলের এই স্মরণীয় রান তাড়ার ব্যাপারে তাঁকে সাহায্য করার জন্য কৃতিত্ব দিলেন ধোনিকে।
৩৩ বছরের কেদার বলেছেন, ধোনি যা বলে, আমি তা চোখ বুজে অনুসরণ করি আর সফল হই। তোমার বরং ধোনিকে জিজ্ঞাসা করা উচিত যে, কীভাবে ওই সব কৌশল চিন্তা করে অন্যদের তা বলে সাফল্যের সুযোগ করে দেন এবং আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলেন।
কেদার আরও বলেছেন, আমি ওকে বলেছিলাম যে, আমি কোনও কিছু বা কোনও লক্ষ্য তাড়া করতে ভীত নই, যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে থাক। তাই ধোনি সাম নে থাকলে সবকিছু এমনিতেই ঠিকঠাক হয়ে যায়।
কেদার বলেছেন, আমাদের দুজন বিশ্বমানে ওপেনার রয়েছে। তাই ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাটিং করতে চাই না। মিডল অর্ডারে ব্যাট করেই খুশি। আমি এখানেই ভালো খেলছি এবং টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাই নির্দিষ্ট করে দিয়েছে। মাহি ভাইয়ের সঙ্গে খেলাটা সবসময়ই স্পেশ্যাল। ছোটবেলা থেকে ওকে দেখছি। এখন ওর সঙ্গে খেলে ম্যাচ জেতানোক সুযোগ পাচ্ছি। এটা একটা স্বপ্নের মতো। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।