সেঞ্চুরিয়ন: ২০২১-২২ মরসুমে যখন শেষবার ভারত (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল, সেবারও তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই মাঠে। চলতি সফরেও প্রথম টেস্টেই কে এল রাহুলের ব্যাট থেকে এল দুরন্ত শতরান। এক সময় ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকে ভারতের স্কোর গিয়ে পৌঁছোয় ২৪৫-এ। যার অন্যতম কারণ কে এল রাহুলের ১০১ রানের ইনিংস। ১৩৭ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। রাহুলের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ ইনিংসের মধ্যে থাকবে সেঞ্চুরিয়নে আজ খেলা কে এল রাহুলের এই ইনিংস, এমনই মনে করেন তিনি।
ভারতের প্রথম ইনিংসের পরে সম্প্রচারকীর চ্যানেলে এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''আমি গত ৫০ বছর ধরে ক্রিকেট দেখছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ১০ ইনিংসের মধ্যে থাকবে এই ইনিংস। কারণ এখানকার পিচ একেবারেই ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিল না। একজন ব্যাটার এমন পিচে কখনওই নিশ্চিত থাকতে পারে না যে সে রান পাবেই। এই পরিস্থিতি রাহুলের ইনিংসের যত প্রশংসাই করা হোক না কেন, তা কম হবে।''
উল্লেখ্য, কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ে একসময় ভারতীয় দল ২৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল। যশস্বী জয়সওয়াল (১৭), রোহিত শর্মা (৫), শুভমন গিলদের (২) নিয়ে তৈরি ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের ৬৮ রানের পার্টনারশিপ ভারতীয় দলের ইনিংসকে কিছুটা স্থিরতা প্রদান করলেও, দুই তারকাকেই যথাক্রমে ৩৮ ও ৩১ রানে ফেরান রাবাডা।
তবে এখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন রাহুল। তাঁকে প্রথমে সঙ্গ দেন শার্দুল ঠাকুর, তারপর মহম্মদ সিরাজ। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়েই দুরন্ত লড়াই চালান রাহুল। আট উইকেটের বিনিময়ে ২০৮ রানে প্রথম দিন শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় দিনে মেঘলা আবহাওয়া সিরাজ বেশ খানিকচা সময় রাহুলকে সঙ্গ দেন। তবে পরিস্থিতি বুঝে পাল্টা আক্রমণ চালান রাহুলও। দুরন্ত ছক্কা মেরে নিজের কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র দ্বিতীয় ভারতীয় টেস্ট কিপার হিসাবে 'SENA' দেশে শতরান হাঁকালেন রাহুল।