কলম্বো: ভারতীয় দলে এখন নেই বাঁহাতি অলরাউন্ডার যুবরাজ সিংহ। কিন্তু তা বলে লড়াই থেকে কোনওভাবেই পিছু হঠবেন না। যুবি স্বীকার করে নিয়েছেন যে, তিনি ব্যর্থ হন। কিন্তু অন্তত ২০১৯ পর্যন্ত দলে ফিরে আসার লড়াইয়ে হাল ছাড়তে নারাজ তিনি। ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলেছেন, ‘আমি বলতে চাই আমি পাস করতে পারিনি। আমি আবারও ফেল করেছি। আমি শেষ তিনটি ফিটনেস টেস্টে পাস করতে পারিনি। কিন্তু গতকাল আমি পাস করেছিলাম। ১৭ বছর পর আবারও ফেল করলাম।’ ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে কলম্বোয় এসেছেন যুবরাজ।এই অনুষ্ঠানের আলাচারিতা পর্বে ৩৬ বছরের যুবরাজ বলেছেন, তাঁর কেরিয়ার নিয়ে শেষ সিদ্ধান্ত একমাত্র তিনিই  নেবেন। যুবি সাফ বলেছেন, ব্যর্থতাকে তিনি ভয় পান না।অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অনেক হার দেখেছেন। আর ওই হারই সাফল্যের সোপান গড়ে দিয়েছে। যুবরাজ বলেছেন, সফল হতে গেলে ব্যর্থতার সামনে পড়তেই হবে। আর এই ব্যর্থতাই কাউকে শক্তিশালী করে তোলে। এবং নিজেকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে  সাহায্য করে। ২০১১-র বিশ্বকাপের পরই ধরা পরে ক্যান্সার। দীর্ঘ জীবনযুদ্ধ কাটিয়ে ফেরেন ক্রিকেটেও। কিন্তু স্থায়ী হতে পারেননি। বার বার ছিটকে গিয়েছেন। যুবরাজ বলেছেন, তিনি কখনওই নিজের ওপর আস্থা হারাননি। তাঁর কথায়, আমি এখনও খেলছি। আমি জানি না কোন ফর্ম্যাটে খেলব। কিন্তু আগেও যেরকম পরিশ্রম করতাম এখনও প্রতিদিনই সেরকম করি। বয়স হচ্ছে বলে হয়ত আরও বেশি পরিশ্রম করি। আমি মনে করি, ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলতে পারব। তারপর অবসর নিয়ে সিদ্ধান্ত নেব। যুবরাজ ১৭ বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত খেলেছেন ৪০টি টেস্ট, ৩০৪টি একদিন ও ৫৮টি টি২০। রান করেছেন যথাক্রমে ১৯০০, ৮৭০০ ও ১১৭৭। শোনা যাচ্ছে ‘ইয়ো ইয়ো’ ফিটনেস টেস্ট যেটা তিনি আগে ফেল করেছিলেন সেটা পাস করেছেন।