রিও ডি জেনেইরো: অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার চাপ অবশ্যই আছে, তবে তা অত্যধিক নয়। টেনিসে মিক্সড ডাবলসের প্রথম ম্যাচ জেতার পর এমনই দাবি করলেন সানিয়া মির্জা। এই হায়দরাবাদি তারকা বলেছেন, ‘আমি কোনও অতিরিক্ত চাপ অনুভব করছি না। যখনই কোর্টে পা রাখি একইরকম দায়িত্ববান মনে হয় নিজেকে। সেটা অলিম্পিক হোক বা গ্র্যান্ডস্ল্যাম। তবে জেতা সবসময়ই কঠিন। একটা টুর্নামেন্ট জিততে গেলে সবাইকে হারতে হবে। সেরা ফলের আশা করতে হবে।’


 

মিক্সড ডাবলসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার স্যাম স্তোসুর ও জন পিয়ার্সকে হারিয়ে দিয়েছেন সানিয়া ও রোহন বোপান্না। এরপরেই অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা ও দেশবাসীর প্রত্যাশা নিয়ে প্রশ্নের জবাবে সানিয়া বলেছেন, দেশের মানুষ প্রতি মুহূর্তে অলিম্পিকের খোঁজ নেন। ফলে অ্যাথলিটদের সবসময়ই চাপে থাকতে হয়। এই চাপ সহনশীল। নিজের খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবার সময় থাকে না অ্যাথলিটদের। এখনও ভারতীয় অ্যাথলিটরা পদক পাননি। তবে পদক আসবে। যে কেউ পদক পাবেন।

 

সানিয়া এবার তৃতীয় অলিম্পিকে যোগ দিয়েছেন। বেজিং ও লন্ডন থেকে খালিহাতেই ফিরতে হয়েছিল। এবার তাই পদক জিততে মরিয়া সানিয়া। তিনি পদক জয়ের জন্য সবকিছু করতে রাজি। তবে লড়াই সহজ নয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান জুটিকে হারানোর পর এবার গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে-হেদার ওয়াটসন জুটির মুখোমুখি হবেন সানিয়া-বোপান্না। এই সূচিকে কঠিন বলেই মনে করছেন মিক্সড ডাবলসে ভারতের অন্যতম ভরসা সানিয়া। তবে তিনি লড়াই করার জন্য তৈরি। সানিয়ার মতে, তিনি ও রোহন আরও ভাল খেলতে পারেন। তাঁরা পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করবেন। দেশকে পদক এনে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য।