লখনউ: রোহিত শর্মার অপরাজিত শতরানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ জিতে নিয়েছে ভারত। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ২ উইকেটে ১৯৫ রান করে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত ১১১ রানে অপরাজিত থাকেন। ৬১ বলের এই ইনিংসে আট বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডারি মেরেছেন রোহিত।আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে চারটি শতরানের মালিক হলেন তিনি।
এছাড়াও রোহিত প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ১৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংসের কৃতিত্বও অর্জন করলেন। রোহিতের টি ২০ তে ১৫ টি হাফসেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই শতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে টি ২০ তে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন রোহিত। আন্তর্জাতিক টি ২০ তে তাঁর মোট রান ২২০৩। এর আগে বিরাট কোহলি ছিলেন এই রেকর্ডের মালিক। ৬২ টি ২০ ম্যাচে ৪৮.৮৮ গড়ে কোহলির রান ২১০৩।
কেরিয়ারের ৮৬ তম ম্যাচে সেই রেকর্ড টপকে গেলেন রোহিত।
আন্তর্জাতিক টি ২০ তে সবচেয়ে বেশি ওভারবাউন্ডারি মারার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। এখনও পর্যন্ত রোহিতের ওভারবাউন্ডারির সংখ্যা ৯৬। তালিকায় প্রথম স্থানে যৌথভাবে রয়েছেন ক্রিস গেইল ও মার্টিন গাপ্তিল। তাঁদের ছক্কার সংখ্যা ১০৩। ৯১ ওভারবাউন্ডারি সহ তালিকায় তৃতীয় স্থানে ব্রেন্ডন ম্যাকালাম। চতুর্থ স্থানে যৌথভাবে কলিন মুনরো ও শেন ওয়াটসন (৮৩)।


গতকালের ম্যাচে রোহিত ও শিখর ধবনের ওপেনিং জুটিতে ১২৩ রান হয়। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এটি তাঁদের তৃতীয় সেঞ্চুরি পার্টনারশিপ। একইসঙ্গে রোহিত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৮ বার ১০০-র বেশি রানের জুটির সঙ্গে যুক্ত থাকার কৃতিত্বও অর্জন করলেন।এর আগে কলিন মুনরোর সাতবার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপে যুক্ত থাকার রেকর্ড ছিল।