নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মিতালি রাজের পাশে দাঁড়ালেন কিংবদন্তী সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘মিতালির জন্য খারাপ লাগছে। ও ঠিক কথাই বলছে। ও ২০ বছর ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করেছে। ও বিশ্বকাপে যে দু’টি ম্যাচ খেলেছে, সেই ম্যাচগুলিতে রান করেছে, ম্যাচের সেরাও হয়েছে। ও চোট পাওয়ায় একটি ম্যাচে খেলতে পারেনি। কিন্তু পরের ম্যাচেই ফিট হয়ে যায়। ভাবুন, এটাই যদি ছেলেদের ক্রিকেটে হত! বিরাট কোহলি চোটের জন্য একটি ম্যাচ খেলতে না পারলে, পরের ম্যাচেই যদি ফিট হয়ে যেত, তাহলে কি নক-আউটে ওকে দলের বাইরে রাখা হত? নক-আউটে সেরা খেলোয়াড়কে দলে রাখতে হয়। মিতালি রাজের অভিজ্ঞতা দরকার ছিল।’
সদ্যসমাপ্ত মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে রাখা হয়নি মিতালিকে। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোচ রমেশ পওয়ার ও বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্য ডায়না এডুলজির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন মিতালি। এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য না করলেও গাওস্কর বলেছেন, ‘পওয়ারের সঙ্গে মিতালির কী সমস্যা হয়েছে, সে বিষয়ে এতদূর থেকে কোনও মন্তব্য করা কঠিন। কিন্তু যে কারণই হোক না কেন, সেটা মেনে নেওয়া কঠিন। একই দল ধরে রাখার কথা বলা হচ্ছে। এই অজুহাত যথেষ্ট নয়। মিতালি রাজের মতো কাউকে বাদ দেওয়া যায় না।’
মিতালির মতো ক্রিকেটারকে বাদ দেওয়া ঠিক হয়নি, বলছেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
29 Nov 2018 12:22 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -