লন্ডন: সারা বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের দাপট। ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয়। এরইমধ্যে ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বোথাম দাবি করেছেন যে, চলতি বছরের গোড়াতেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তা কোনও একটা খারাপ ধরনের ফ্লু বলে ভেবেছিলেন তিনি।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলেছেন, আমার মনে হয়, ছয় মাস আগে এটা কী তা কারুর জানা ছিল না। কেউ এর কথা তখন পর্যন্ত শোনেওনি।
গুজ মর্নিং ব্রিটেন-এ তিনি বলেছেন, ডিসেম্বরের শেষ ও জানুয়ারি শুরুর দিকে আমার এই সংক্রমণ হয়েছিল। আমার মনে হয়েছিল, এটা খারাপ একটা ফ্লু। এটা যে দিন ধরে চলছে, যা খুবই আশ্চর্যের।
বোথাম আশাপ্রকাশ করেছেন যে, কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। সেজন্য লোকজনের কাছে কিছুটা ধৈর্য্য ধরার আর্জি জানিয়েছেন তিনি।
বোথাম বলেছেন, আমার মনে হয়, মানুষ বেশ ভালোভাবে বিষয়টি সামলেছে। আমার মনে হয় তাঁরা আগামী আরও কয়েকটি সপ্তাহ আরও কিছুটা ধৈর্য্য ধরবেন, যাতে এমন একটা পরিস্থিতি হয়, যাতে সবাই ঘোরাফেরা করতে পারবেন।
খেলা কবে কত তাড়াতাড়ি শুরু হবে, তা নিয়ে সন্দিহান বোথাম। তিনি বলেছেন, ক্রিকেট কিছুদিনের মধ্যেই শুরু হবে। ক্রিকেট খেলা যেতে পারে।কারণ, এই খেলায় শারীরিক দূরত্ব বজায় রাখা যায়। কারণ, এতে খেলোয়াড়দের প্রকৃতপক্ষে কোনও শারীরিক সংযোগে আসতে হয় না।
ডারহামের চেয়ারম্যান বোথাম বলেছেন, খেলা শুরু হওযা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেছেন, আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত সামনে আসবে। আমার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলতে পারি, ডারহামের খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। ওরা ট্রেনিং শুরু করেছে। যে কোনও তরুণ খেলোয়াড়ের মতোই মাঠে নেমে খেলতে ওরা মুখিয়ে রয়েছে।
গত জানুয়ারিতে করোনা আক্রান্ত হলেও তখন বুঝতে পারেননি, দাবি ইয়ান বোথামের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 02:52 PM (IST)
সারা বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের দাপট। ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয়। এরইমধ্যে ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বোথাম দাবি করেছেন যে, চলতি বছরের গোড়াতেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তা কোনও একটা খারাপ ধরনের ফ্লু বলে ভেবেছিলেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -